বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার এই বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী পরীক্ষার সময় উত্তর পত্রে ভিন্ন ধরনের কথা লিখে লিখে ভাইরাল হয়েছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্র পড়েছেন বিপাকে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার, আজ আমার ভালো নেই’ লেখা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
গত বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পাতার ছবি ফে”সবুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ঐ ছাত্রী লিখেছিলেন, “স্যার, আজ আমার মন ভালো নেই।” ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হলে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে।
গত রোববার ওই শিক্ষার্থীকে ইংরেজি বিভাগের শৃঙ্খলা কমিটি তলব করে। বিভাগটি পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীর অপরাধ ও লিখিত বক্তব্য জমা দেয়।
এ প্রসঙ্গে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোমিন উদ্দিন বলেন, নিশ্চয়ই এটি একটি অপ”রাধ যা আইনশৃঙ্খলার বিষয়। আমরা ছেলেটিকে ডেকে তার বক্তব্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পাঠিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল গনমাধ্যমেকে বলেন, আমরা বিভাগ থেকে কাগজ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি পরীক্ষা চলাকালীন সময়ে এক আ.লীগ নেতা পরীক্ষা কেন্দ্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করে। যার কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তবে এ ধরনের ঘটনা কোনভাবেই একজন শিক্ষার্থীর নিকট থেকে কাম্য নয়, যেটা তাদেরকে হেয় করে।