নিখোঁজের তিন দিনের মাথায় গত সোমবার (৭ নভেম্বর) শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় বুয়েট শিক্ষার্থী ফারদিন নূরের (২৪) মৃতদেহ। তাকে পরিকল্পিত ভাবেই ‘হ”’ত্যা’ ক’রা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। তবে এ ঘটনার রেশ না কাটতেই এবার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হলো জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের ‘লা”শ’। এরই মধ্যেই তার ম’য়’না’তদ’ন্ত শেষ হয়েছে।
ময়’না’ত’দন্ত শেষে তার মা’থা’র পেছনে ‘সমান কিছু’ দিয়ে আ’ঘা’ত করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সকালে লাশের ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মফিজ উদ্দিন প্রধান নিপুণ বলেন, আমরা দুরন্ত বিপ্লবে’র লা’শে’র ম’য়না’তদ’ন্ত সম্পন্ন করেছি। তার মা’থা’র পেছনে সমান কিছু দিয়ে ‘আ”ঘা’ত করা হয়েছে। অনেক জায়গায় দা’গ’ প’ড়ে’ছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে কম জেল পাওয়া গেছে মাথায়। তার বুকের দুই পাশে আ’ঘা’তে’র চি”হ্ন’ও র’য়েছে। তাকে ”হ”ত্যা” করা হতে পারে।’
দুরন্তের ছোট ভাই বিপ্লব দুর্জয় বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি যাওয়ার পথে আমার ভাই নিখোঁজ হয়। আমরা ৯ নভেম্বর থানায় একটি জিডি করি। গতকাল বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ পাগলা নৌ পুলিশ ফাঁড়িতে এসে ছবি দেখে ভাইয়ের ”লা”শ’ ‘শনা”ক্ত করি।
নিহত দুরন্ত বিপ্লব (৫১) বর্তমানে আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
এর আগে গতকাল শনিবার (১২ নভেম্বর) বিকেলে অজ্ঞাতপরিচয় হিসেবে নদী থেকে তার ‘লা”শ’ উদ্ধার’ করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য তার মৃ’ত”দে’হ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা’য় তদন্তের কাজ চ’লমান রয়েছে।