ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। সম্প্রতি গত কয়েকদিন আগেই দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আর এ সিনেমাটির প্রচারে গত বেশকিছু দিন ধরেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তবে অবশেষে মুক্তির পর পুরো পরিবার মিলে সিনেমাটি দেখতে হলে হলে যাচ্ছেন তিনি।
গত রোববার (২২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে স্বামী-সন্তান নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখেছেন পরীমনি। কিন্তু পুরো সিনেমাটি দেখতে পারেননি তিনি। এ জন্য সোমবার (২৩ জানুয়ারি) রাজকে পুরো সিনেমাটি দেখতে বলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পরীমনি লিখেছেন, আজ পুরো সিনেমাটি দেখতে চাই। এসকেএস টাওয়ার, মহাখালীতে। রায়হান জুয়েল (প্রযোজক) আপনার দাওয়াত।
রাজের উদ্দেশে তিনি লেখেন, রাজ আজকে আর ছাড় নেই তোমার। সব টিকিট তুমি কাটবে মানে তুমিই কাটবে।
বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’ এতে সিয়ামের সঙ্গে পর্দা শেয়ার করেছেন পরীমণি।
উল্লেখ্য, ২০১৫ সালে জায়েদ খানের বিপরীতে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় পা রাখেন পরীমনি। বর্তমানে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-মহুয়া সুন্দরী, পুড়ে যায় মন, অন্তর জ্বালা, ইত্যাদি।