সম্প্রতি গত কয়েকদিক ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট অঙ্গনের পাশাপাশি সপ্তাহ শেয়ারবাজার কেলেঙ্কারিতে নাম উঠে তার। আর এ নিয়েই শুরু হয় বেশ শোরগোল। শুধু শেয়ার বাজার কেলেঙ্কারিই নয়, এবার নিজের বাবার নাম নিয়েও প্রতারণা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শেয়ারবাজারে ব্যবসা করার জন্য সাকিব তার ব্রোকারেজ ফার্ম মোনার্ক হোল্ডিংসের নথিতে বাবার নাম পরিবর্তন করেছেন। তবে সাকিবের এমন বিতর্কে নীরব বিসিবি।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘এটি সম্পূর্ণ বাইরের বিষয়। আপনারা যার কথা বলছেন, আমি যতদূর জানি, তিনি এখন দেশের বাইরে আছেন। এই বিষয়গুলো আমাদের কাছে সেভাবে আসে না। আপনি যেভাবে শুনেছেন আমরাও সেভাবে শুনেছি। এ বিষয়ে এ মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।
এর এক সপ্তাহ আগে শেয়ারবাজার কেলেঙ্কারিতে সাকিবকে নিয়ে বিতর্ক শুরু হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এটা আমাদের ক্রিকেটের বাইরের বিষয়।
তবে এই বিতর্ক নিয়ে গণমাধ্যমকে সাকিব বলেছেন, কোনো অসঙ্গতি থাকলে তার কোম্পানি দ্রুত সমাধান করবে।
তবে সাকিবের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও এমন অনিয়ম, যেন মানতে পারছেন না কেউই। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি করেছেন অনেকেই।