সম্প্রতি গত বেশ কিছুদিন ধরেই যেন একনাগাড়ে বদলি করা হয়েছে পুলিশের অনেক কর্মকর্তাদের। আর এ ঘটনার রেশ না কাটতেই এবার একযোগে পুলিশের ৫০ কর্মকর্তাদের বদলি করার তথ্য সামনে এলো। ফলে সাধারণ মানুষের মনে এ নিয়ে বাসা বেঁধেছে নানা প্রশ্ন।
জানা গেছে, বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে যে উল্লিখিত কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন, অন্যথায় তারা ৮ ডিসেম্বর থেকে অবিলম্বে স্ট্যান্ড রিলিজ হিসাবে বিবেচিত হবে।
আর এ নিয়ে রীতিমতো সারা-দেশজুড়েই শুরু হয়েছে ব্যাপক শোরগোল। অনেকেই প্রশ্ন করছেন যে, এমন কি কারণে তাদের একযোগে বদলি করা হলো। তবে এ প্রশ্নের উত্তর এখন মেলেনি।