বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি গত কয়েকদিন ধরেই নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সপ্তাহ খানেক আগেই শেয়ার বাজার কারসাজিতে উঠে আসে তার নাম। আর এর পরপরই আসেন আলোচনায়। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শেয়ার ব্যবসার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস এর অফিসিয়াল কাগজপত্রে তার বাবার নাম সঠিক দেননি বলে জানা গেছে।
তিনি তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’-এর হয়ে শেয়ারবাজারে লাইসেন্স পেতে প্রতারণার আশ্রয় নেন। সবাইকে অবাক করে দিয়ে, শেয়ারবাজারে ব্যবসা করতে মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন দেশের সবচেয়ে বড় এই ক্রিকেটার।
খবরে বলা হয়েছে, তারা মোনার্ক হোল্ডিংস থেকে একটি নথি পেয়েছেন, যাতে সাকিব খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন।
তবে এ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। নতুন করে আরো একটি অভিযোগ উঠায় এবার কথা হয় তার সঙ্গে। সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান জানান, বাবার নাম সংশোধন করবেন তিনি।