সম্প্রতি আজ সারা-দেশজুড়েই যেন কেবল একটাই খবর ‘পদ্মা-সেতু’। দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৫ জুন দলের নেতাকর্মী ও দেশের লাখ লাখ মানুষকে সাথে নিয়ে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জনসাধারণের জন্য পদ্মাসেতু খুলে দিতেই একের পর এক আসছে অপ্রত্যাশিত খবর।
আর সেই ধারাবাহিকতায় এবার কোরবানীর পশুর ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা পাশের টোল প্লাজার দুই নম্বর কাউন্টারে টোল বার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর থেকে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পরে দুপুর ১২টার দিকে কারিগরি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত বারটি মেরামত করে পুনরায় চালু করেন। বর্তমানে ওই কাউন্টার দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন টোলবার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী বলেন, টোল প্লাজা টোল আদায়ের কাজ চলাকালীন বেলা সাড়ে ১১টার দিকে একটি ছোট আকারের পশুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর কাউন্টারের টোলবারে আঘাত করে। এতে বারটি কানেকটিং রড থেকে সামনের দিকে কিছুটা বাঁকা হয়ে যায়। খবর পেয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বারটি সংস্কার করেন। বর্তমানে ওই কাউন্টারটি সক্রিয় রয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোলপ্লাজার টোলবার ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটল।
এছাড়াও পদ্মাসেতু খুলে দেয়ার পর বাইক দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর খবর এসেছে দুইজনের। আপাতত পদ্মাসেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিড গান সিসিটিভি বসানোর বাইক চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে।