কমলাপুর স্টেশনের ১০টি কাউন্টারে রংপুর, বগুড়া ও সিরাজগঞ্জের আট জেলার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। ১৮ নম্বর কাউন্টারটি মহিলাদের জন্য সংরক্ষিত। যাত্রীরা নাম লিখে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে অনেকে টিকিট না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।
তাদের অভিযোগ এতো মানুষ তার মধ্যে মাত্র ৫০ জনকে টিকিট দিয়ে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে অনেক মানুষ যারা প্রায় ৩ দিন ধরে টিকিটের আসায় বসে আছে। অনেকের ধারনা টিকিট বিক্রিতে হচ্ছে জালিয়াতি। যে বেশি টাকা দিচ্ছে সেই টিকিট পাচ্ছে।
অন্যদিকে টিকিট কাউন্টারে অপেক্ষারত এক রংপুরের যুবক হঠাৎ সবার মাঝে ডাক চিৎকার দিয়ে উঠলে অনেক মানুষের ভিড় জমা হয়। সেখান উপস্থিত ছিলেন বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমও। সেখানা তার বক্তব্য রেকর্ড করলে তিনি তার মনের কথা খুলে বলেন এবং সজোরে কাঁধতে থাকেন।
https://youtu.be/gXQr1szsOac