সম্প্রতি ইলিশ ধরা ও বিক্রয় করাকে কেন্দ্র করে নানা আলোচনার সৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। শুধু তাই নিষেধাজ্ঞা থাকার পরও জেলেরা ইলিশ ধরার কারণে শাস্তির মুখে পড়ছে।কিন্তু নিষেধাজ্ঞা পরও যারা দেশ থেকে ইলিশ রপ্তানি করছে বিদেশে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ নীরব। কারণ তাদের ধরা সম্ভব নয়। তারা বিশেষ শ্রেণীর ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাঃ আব্দুন নূর তুষার হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। ইলিশ ধরা পরিবহন বিপনন সব বন্ধ। অথচ রুই মাছের প্যাকেটে রুই মাছ নাম দিয়ে রোজ ইলিশ রপ্তানি হচ্ছে। লন্ডনে। দাম নয় পাউন্ড। আবার তিনটা ইলিশও বিক্রি হচ্ছে নয় পাউন্ডে। ইলিশ খাওয়ার ধুম পড়েছে লন্ডনে।
নয় পাউন্ড মানে তেরশ পঞ্চাশ টাকা। ছবি দিলাম। রুই মাছ এর প্যাকেটে কোন মাছ সেটা নিজের চোখে দেখেন।তারিখ দিয়েছে দশ নয় দু হাজার বাইশ।
এক্সপায়ারি দুই হাজার চব্বিশ।এখানেও বাটপারি।
রুই মাছের প্যাকেটে গত বছরের ইলিশ মাছ? বিশ্বাস হয়?
চৌর্যযুগের কতো কাহিনী। শাহনামার মতো চোরনামা লেখা আজ সময়ের দাবী।
দ্যাখ! তোদের চুরির মাছের প্যাকেট দ্যাখ।
বলে দে… ইংলিশ চ্যানেলে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এটা ইলিশ চ্যানেল হয়ে গেছে।