অনেক জল্পনা-কল্পনার পরে শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। ভোটে প্রর্থী ছিল বেশ কয়েকজন। তাদেরকে ভালই প্রচার প্রচারণা করতে দেখা গেছে। ভোটে জয়ী হয়ে সবাই চায় সাধরণ মানুষের সেবা করতে। তবে ভাগ্য কাকে জয়ী করবে সেইটাতো শুধু অপেক্ষার বিষয়। সম্প্রতি জানা গেল কুমিল্লার সিটি কর্পোরেশনের ভোটে নির্বাচিত হয়েছেন আরফানুর হক রিফাত।
কুমিল্লা সিটি করপোরেশন (চুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুর হক রিফাতের বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
বুধবার (১৫ জুন) রাতে তিনি বলেন, রিফাতের এই জয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শিতার বিজয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা এগিয়ে যাক অদম্য গতিতে। জয় হোক শেখ হাসিনার। জনগণের ভোটের প্রতিফলন ঘটুক সামনের দিনগুলোতে। এগিয়ে যাক কুমিল্লা। কারণ, কুমিল্লা এগোলেই, এগোবে বাংলাদেশ।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লার মানুষ ভোটের মাধ্যমে সব অপশক্তিকে জবাব দিয়েছে। এই জন্য আপনাকে ধন্যবাদ. সেই সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনে নৌকার বিজয়ের জন্য নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে অভিনন্দন জানাই।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার (১৫ জুন) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০১টি কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
প্রসঙ্গত, একমাত্র জনগনের ভালোবাসার দ্বারাই নির্বাচনে জয় লাভ করা সম্ভব। নির্বাচনে দাঁড়ায়তো অনেকেই কিন্তু নির্বাচনে জয় লাভ করে একজনই। রিফাতের জন্রপিয়তা বাকিসব প্রার্থীদের থেকেও অনেক বেশী ছিল বলে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন।