বাংলাদেশে বর্তমানে রিজার্ভ সংকটে পড়েছে। যার কারণে বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে নানা ধরনের সংকট দেখা দিচ্ছে। সেইসাথে অভ্যন্তরীণ অর্থনীতিতে দ্রব্যমূল্যের স্ফীতি দেখা দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ অনেকটা হিমশিম খাচ্ছে। রিজার্ভ এর সংকট অতিমাত্রার কারণে আগামী অর্থনীতিতেও দুরবস্থা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এবারে বিষয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচক পিনাকী ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন। তারপর পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
রিজার্ভের টেকা যত কমতেছে, হাসিনার আওয়াজ ততো বাড়তেছে। ডরাইয়েন না, পাওয়ারফুল মানুষ কইর্যা দেখায় ডর দেখায় না। সে যত গলার আওয়াজ বাড়াইবে বুঝবেন তার গতরের শক্তি ততো কমতেছে।
হাসিনা এখন একটা ফাপা বেলুন খালি ফুটতে যতো সময় লাগে।
প্রকৃতপক্ষে, দেশের অর্থনৈতিক সংকট কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। কারণ দেশের অর্থনীতিতে বৈদেশিক রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সরকার রিজার্ভের পরিমাণ কমেছে এটা বারবার বলছে। সুতরাং কতটুকু কমেছে সেটা এখন ভাববার বিষয়।