নারায়ণগঞ্জে তিনদিনের অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারের অত্যাচার ও অনিয়মের প্রতিবাদে যারা আন্দোলন করেছে,তাদের বিরুদ্ধেই মামলার খড়গ নেমে এসেছে। নজিরবিহীন নির্যাতন, নির্যাতন ও হত্যার শিকার হয়েও সহিংসতার পথ বেছে নেয়নি বিএনপি। কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে যোগ দেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, সহ-অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সকালে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা পালিয়ে যায়।