রাজধানীতে রিকশা থামিয়ে সৌদি আরব থেকে আসা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে গেছে ডাকাতরা।
সোমবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কাকরাইলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি সৌদি প্রবাসীর নাম সোহেল রানা (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা।
আহত সোহেলের বন্ধু নাঈমুর রহমান জানান, দেশে ছুটি কাটিয়ে সোমবার (৩০ অক্টোবর) সোহেলের সৌদি আরবে ফেরার কথা ছিল। এ কারণে রোববার রাতে গ্রামের দুই বন্ধু ঢাকায় আসেন। বাস থেকে মালিবাগে নেমে রিকশায় করে কাকরাইল মসজিদে ফজরের নামাজ পড়লাম। পথে কাকরাইল মোড়ে একটি সাদা রঙের প্রাইভেটকার আমাদের রিকশাকে থামায়। ৪ জন ধারালো অস্ত্র নিয়ে গাড়ি থেকে নেমে সোহেলকে মারতে থাকে। এতে তার ডান হাত গুরুতর আহত হয়। এরপর ডাকাতরা সোহেলের কাছে থাকা দেড় লাখ টাকা, আমার স্মার্টফোন ও একটি চেকবুক নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, সকালে আহত সোহেলকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। তারা সেখানে তার চিকিৎসার পর রমনা থানায় মামলা করতে যান।
ডিএমকে হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকালে তারা চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন। সোহেলের ডান হাতে চোট লাগে। ঘটনার তদন্ত করছে রমনা থানা পুলিশ।