আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী সংক্রমনের ‘ভুয়া’ রিপোর্ট দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা-আরিফ চৌধুরীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা সেই আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আদালত। এ মামলায় তাদের সবারই ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর ড. সাবরিনা চৌধুরী বলেন, আমি একটা কথায় বলব- আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একদিন মানুষ জানবে সাবরিনা নির্দোষ ছিল।
সাবরিনা হতাশা প্রকাশ করে বলেন, আমি তো সেদিনই মারা গিয়েছিলাম। যেদিন আমাকে জেলে রাখা হয়েছিল। আমি কারাগার থেকে বের হলাম কি না তাতে কিছু যায় আসে না। বড় কথা দেশবাসী জানলো আমি একজন অপরাধী।
সংক্রমনের ‘ভুয়া’ রিপোর্ট দিয়ে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত বছর দুই আগে গ্রেপ্তার করা হয় সাবরিনাকে। আর এদিকে আজ আদালতের এ রায় শুনে ভেঙে না পড়ে বরং কাঠগড়ায় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন।