রাস্তায় পড়ে গিয়েছিলাম, হিরো আলমকে অনুসরণ করে আজ আমি কোটিপতি:  কাজল পপি

সাম্প্রতি হিরো আলমের প্রশংসা করে মডেল অভিনেত্রী কাজল পপির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।  সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন,  হিরো আলমের থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আজ সফলতা অর্জন করতে পেরেছে। রাস্তা থেকে আজ তিনি কোটিপতি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক এই সাক্ষাৎকারের তুমুল আকার ভাইরাল হয়।

অভিনেত্রী আরো বলেন, আগে তার কোন ঘর ছিল না, সারারাত হাতিরঝিলে বসে রাত পার করতে হয়েছে। মাথায় ইট দিয়ে ঘুমাতে হয়েছে। এখন তার একটি নিজস্ব ঘর রয়েছে।  অনেকেই বাড়িতে সাহায্য চাইতে আসে।

মডেল অভিনেত্রী কাজল পপি  তার পূর্বের করুন অবস্থার বর্ণনা দিয়ে বলেন,  আমি আগে যখন রাস্তায় পড়ে গিয়েছিলাম তখন আমাকে সাহায্য করার মত তেমন কেউ ছিল না। পরিবারের কাছেও খুব একটা গুরুত্ব পেতাম না।  এরপর আমি হিরো আলমকে দেখে অনুপ্রাণিত হই।  হিরো আলম যদি পারে জিরো থেকে হিরো হতে তাহলে আমি কেন পারব না। আল্লাহ তো আমার চেহারা খারাপ দেয়নি।

সাক্ষাৎকার শেষে তিনি হিরো আলমের জন্য দোয়া করে বলেন, সে যেন  আমেরিকায় গিয়েও সিনেমায় অভিনয় করতে পারে।

https://fb.watch/nIGNT8Jp7g/