সারা দেশে আবারো ছড়িয়ে পড়েছে দুর্নীতি। আর এই দুর্নীতি থেকে বাঁচতে সরকার নানা ধরনের সব পদক্ষেপ নিলেও এখনো যেন ঠেকানো যাচ্ছে না এই দুর্নীতির মহারণ। আর এ নিয়ে এবার আক্ষেপ করেছেন বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ নিয়ে তার দেয়া একটি স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
দুর্নীতিবাজরা রাস্তায় কোটি টাকার গাড়ি, টাকার বস্তা, ব্রিফকেস সব ফেলে পালাচ্ছে, আমরা সেই দৃশ্য আবার দেখতে চাই! সেটার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, রাজনীতি যে ফরমেটে চলে চলুক, কোন সমস্যা নাই! কেবল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শতভাগ বাস্তবায়ন দেখতে চাই!
বর্তমানে দুর্নীতি উন্নয়নকে ছাপিয়ে যাচ্ছে! বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাচ্ছে, যারা তাঁর আদর্শ নিয়ে পদ চলতে চায়, তারা সবাই প্রচন্ড কষ্ট পাচ্ছে!
প্রসঙ্গত, একটা সময়ে গোলাম রব্বানী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের জনপ্রিয় একটি নাম। কিন্তু নিজের কিছু ভুলের কারনে দল থেকে তাকে দেয়া হয় সরিয়ে। আর সেই থেকেই তিনি রয়েছেন দলের বাইরে। তবে সব সময়েই কথা বলে থাকেন দেশের সমসাময়িক অনেক বিষয় নিয়ে।