দুই বাংলার একটি আলোচিত নাম হিরো আলম, তিনি শুধু বিনোদন জগতে তার ভূমিকার জন্য আলোচনায় আসেননি। তিনি রাজনীতিতে অংশ নিয়েও আলোচনায় এসেছেন। তিনি সংসদ সদস্য পদে এবার দুটি আসনে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি আশা করেন তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন। তবে মন্ত্রী হওয়ার বিষয়েও কথা বলেছেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। আপাতত তিনি ভোটের প্রচারে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। তার বাবা আবদুর রাজ্জাকও থেমে নেই। ছেলের প্রচারণায় এলাকার বিভিন্ন স্থানে সাইকেল নিয়ে ছুটছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিনি। সম্প্রতি এমপি হলে কী করবেন এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হব। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘বগুড়ায় একটি টিভি সেন্টার করবো। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পুরোপুরি চালু হবে। গরিব শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব।’
এ ছাড়া অন্যান্য বিষয়ে কথা বলতে গিয়ে হিরো আলম বলেন, মনে আনন্দ আছে বলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোটে জয়-পরাজয় হবে, চিন্তার কী আছে? আমার ভক্তদের কারণেই আমি আজ হিরো আলম।।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা ভোটার, তারা অবশ্যই ‘একতারা’ মার্কায় ভোট দেবেন। আপনাদের দোয়ায় আমি এমপি হলে অবশ্যই এখানে উন্নতি করার চেষ্টা করব।
প্রসংগত, হিরো আলম একজন বাংলাদেশী চলচ্চিত্র জগতের অভিনেতা। তিনি বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে তার কাজের জন্য পরিচিতি পেয়েছেন এবং বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাছাড়া তিনি অনেক টিভি শোতে উপস্থিত হয়েছেন। তিনি তার অভিনয় নৈপূন্যতার কারনে আলোচনায় এসেছেন। তিনি অনেক গানে কন্ঠও দিয়েছেন।