খালেদা জিয়ার বিদেশ যাওয়া আইনের বিষয়, রাজনৈতিক নয়। এ আবেদনের মাধ্যমে আইনের কোথাও বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, সন্ত্রাসী জোসেফ দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছিলেন, রাষ্ট্রপতি সেটা বিবেচনা করেছেন।
আর আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে, এই ইস্যুতে খালেদা জিয়া তা করবেন কিনা সেটা তাদের ব্যাপার।
সরকার খালেদা জিয়াকে ভয় পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় প্রমাণ করতে কতটা উদারতা লাগবে?
আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের উচিৎ ভালো করে জেনে তথ্য দেয়া। মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।