অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে বিয়ের দিনক্ষণ। কিন্তু এরই মধ্যে রাজ্যজুড়ে দেখা দিয়েছে বন্যা। ফলে সুযোগই নেই যানবাহন চলাচলের। আর তাই বিয়ের দিন নির্ধারিত সম
So this couple from Alappuzha district in Kerala used a large cooking vessel to wade through the flood water to get to their wedding venue. Even the wedding venue was flooded, but fortunately they managed to get married without missing the muhurtham time 🙂 pic.twitter.com/mqldzgKIkd
— Shilpa (@Shilpa1308) October 18, 2021
য়ে মন্দিরে কিভাবে যাবেন বর-কনে, তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তা বিরাজ করছে দুইপক্ষের মধ্যেই। তবে অবশেষে নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা করে এ সমস্যা থেকে পরিত্রান পেতে বিকল্প পথ খুঁজে পেলেন তারা।
নিকটস্থ এক মন্দির থেকে নেওয়া হলো রান্না করার বিশাল এক পাত্র। সেই পাত্রে ভেসেই গন্তব্যে পৌঁছালেন বর-কনে। করলেন মালাবদল, এক করলেন দুই জোড়া হাত।
এদিকে আকাশ ও ঐশর্য নামে ওই যুগলের যাত্রাপথের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই রীতিমতো ব্যাপক ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করে নব এই দম্পতির মঙ্গল কামনা করেছেন।
ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের ওই পাত্রটিতে বসেছেন আকাশ ও ঐশর্য। তাদের পথ দেখাচ্ছেন এক ফটোগ্রাফারসহ আরও কয়েকজন। এ ঘটনায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন নব এই দম্পতি।