সম্প্রতি দ্বাদশ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন মহল নিজের স্বার্থ উদ্ধারে তৎপর হচ্ছে। যার কারণে তারা ভোটের নাম করে নিজেদের ফাঁয়দা হাসিলে ব্যস্ত।অথচ কিছুদিন আগেও তারা নানা বক্তব্যে দিয়েছে সরকারের বিরুদ্ধে।কিন্তু এখন ভোটকে সামনে রেখে তাদের মুখে নতুন সুর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
রানা দাশগুপ্ত দেয়া নেয়ার হিসাব করতে চাচ্ছেন। টাইম ফুরায়ে আসতেছে তাই তিনি এইটা আগেই সেরে ফেলতে চাচ্ছেন। মোট কথা হচ্ছে ভোট নিবেন তো কিছু দ্যান। যা দিবেন হাতে তাই যাবে সাথে। রানা দাশগুপ্তরা আসলে কী চায়? সেটা ওই নিউজেই আছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা। ভালো কথা। নিরাপত্তা তো শুধু সংখ্যালঘুদের দরকার আছে অন্যদের দরকার নাই তা তো না। সবারই দরকার। তাইনা? কিন্তু উনি রাষ্ট্রের সকলের নিরাপত্তা নিশ্চিত হোক এমন একটা রাষ্ট্র চান না। তিনি এমন একটা রাষ্ট্র চান যেইখানে হিন্দুরা নিরাপদে থাকুক আর সবাই জাহান্নামে যাক। এই রানা দাশগুপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ছিলেন। জামায়াত আর বিএনপির নেতাদের ধরে ধরে ফাসি দেয়ার কারিগর। ওই আদালতের রায় লিখে দেয় বেলজিয়াম থেকে আওয়ামী লীগের জিয়াউদ্দিন। স্কাইপে আলাপ হয় আমি খাড়ায়ে যামু আমারে আপনি বসায়ে দিবেন। আপনার একবারো মনে হয় নাই এইটা অন্যায়, এইটা ন্যায়বিচার হইতেছে না। আপনি রাষ্ট্রের কাঠামো ব্যবহার কইর্যা অবিচারের মাস্টার আর আপনি নিরাপত্তা খুজেন? আপনার তো ওই জায়গায় যাওয়াই উচিৎ হয় নাই। আপনার বিরুদ্ধে যদি অভিযোগ তোলে কেউ আপনি হিন্দু জন্য ইসলামী রাজনৈতিক নেতাদের ফাসি দিয়ে নিশ্চিহ্ন করে দেয়ার কাজে হাত লাগাইছিলেন তাইলে আপনি জবাব দিতে পারবেন?