Sunday , January 5 2025
Breaking News
Home / Countrywide / রাতে নয়নের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেয়, মাশুল দিতে হলো জীবন দিয়ে

রাতে নয়নের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেয়, মাশুল দিতে হলো জীবন দিয়ে

গত ( Past ) ২৭ মে ( May ) রাত সাড়ে ১০টার ( ১০টার ) দিকে খুঁজতে বেরিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাই যেন কাল ( Tomorrow ) হয়েছিল তৃতীয় শ্রেনীর ছাত্র দীপ্ত মন্ডলের। আর এর মাশুল দিতে হয় নিজের জীবন দিয়েই। জানা যায়, নিজের আপত্তিকর বিষয়টি জেনে যেতেই পরকীয়া প্রেমিকের সাহায্যে দীপ্ত মন্ডলকে ( Dipta Mandal ) নিজ হাতে দুনিয়া থেকে সরিয়ে দেন মা সীমা মন্ডল।

৩১ মে ( May ) সকাল ( Tomorrow )ে পুলিশ ( police ) তার লা’শ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার চার আসামি বুধবার ( Wednesday ) সন্ধ্যায় শিশু দীপ্তের মৃত্যুর বর্ণনা দিয়ে বরিশাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীপ্ত মন্ডল বরিশালের উজিরপুরের ( Wazirpur Barisal ) হারতা ইউনিয়নের কাজী বাড়ির দীপক মন্ডলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

উজিরপুর থানার ওসি আলী আরশাদ ( Ali Arshad ) জানান, গত ( Past ) ২৭ মে ( May ) রাতে দীপ্তর মা সীমা মন্ডল তার পরকীয় প্রেমিক নয়ন শীলের ( Nayan Shil ) সাথে তার কর্মস্থল সেলুনের শাটার আটকে অনৈতিক কাজ করছিলো। এ সময়ে মাকে খুঁজতে গিয়ে, দীপ্ত নয়ন শীলের সেলুনের শাটার টেনে নেয় এবং তাকে তার সাথে অভদ্র অবস্থায় দেখতে পায়। তিনি তার বাবা দীপক মন্ডলকে এ ঘটনাটি বলে দেয়ার হুঁশিয়ারি দেয়। এরপর মায়ের সঙ্গে দীপ্তর তর্কাতর্কির একপর্যায়ে পরকীয়া প্রেমিক ও মা সীমা মিলে তাকে শেষ করে।

এ ঘটনায় একদিন পরেই ছেলে নিখোঁজের বিষয় জানিয়ে থানায় ডায়রি করেন বাবা। আর এ ঘটনায় পরকীয়া প্রেমিকসহ সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযোগের বিষয়টি স্বীকার করে নেন তারা। এরপর ৩১ মে ( May ) তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে দীপ্ত মন্ডলের বাবা।

About Rasel Khalifa

Check Also

ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুতা নিক্ষেপ করে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হেইট থ্রু’ নামে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *