এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হলে দলে যোগ দেওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিল বাংলাদেশ। রোববার (৩ সেপ্টেম্বর) জীবন-মৃত্যুর লড়াইয়ে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। আর বোর্ডের পরিকল্পনা অনুযায়ী এশিয়া কাপ মিশনে যোগ দিতে যাচ্ছেন টাইগার সহ-অধিনায়ক লিটন কুমার দাস।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলতে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় দেশ ছাড়বেন লিটন। পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রটোকল অফিসার ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান লিটন। তার পরিবর্তে দলে রাখা হয়েছে আনামুল হক বিজয়কে।
কিন্তু লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হেরে লিটনকে দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করে বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবে সুপার ফোর থেকে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান।