গত শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম আলোচিত দুই নেতা মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান। কিন্তু দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দুজনেই। এরপর হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে দুজনেরই মৃত্যু ঘটে।
সূত্র জানিয়েছে, গত শনিবার রাতে তারা বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলেন। তাদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাবিবুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা। তিনি বলেন, গিয়াস উদ্দিন ও জহির রায়হান আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।
এদিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা জানান, আজ সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারা।