গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচায় দক্ষিণ কলাবাধা এলাকায় আমির হামজা (৪০) নামে এক বয়াতিকে নিজ বাড়িতে নিথর করেছে দুর্বৃত্তরা।
রোববার (১ অক্টোবর) সকালে ‘নি’হ”তে’র ‘লা”শ” ‘উ’দ্ধা’র করে পুলিশ।
নিহত আমির হামজা দক্ষিণ কলাবাধা এলাকার সোহরাব বয়াতীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আমির হামজা পাড়া-মহল্লায় গানবাজনা করতেন এবং ঘরভাড়া দিয়ে নিজের সংসার চালাতেন। কয়েকদিন আগে স্ত্রী ও তিন সন্তান নিয়ে টাঙ্গাইলে নানার বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে নিথর করে। মধ্যরাতে পাশের রুমের ভাড়াটিয়া তার রুমের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে বিছানায় কাপড় বিহীন অবস্থায় ‘লা’শ’ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আজ (রোববার) সকালে নি’হ’তে’র লা’শ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকোর থানার মৌচাক থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা বা ‘মা”’দ’ক ”সেব’নের জের ধরে এমনটা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।