ইন্ডিগো ফ্লাইট 6E-5319 রবিবার রাত ৯ টার দিকে মুম্বাই থেকে ছেড়েছিল। অভিযোগকারী জানান, রাত ১০টার পর বাতি নিভে গেলে যাত্রীরা ঘুমিয়ে পড়ার পর ওই সময়ই ঘটনাটি ঘটে।
রাতের ফ্লাইটে ইন্ডিগোর ফ্লাইটে যৌন হেনস্থার অভিযোগ উঠে এক যাত্রীর বিরুদ্ধে। ফ্লাইটটি মুম্বাই থেকে গুয়াহাটি যাচ্ছিল। রাতে ভ্রমণের জন্য যাত্রীদের ঘুমানোর সুভিধার্থে বিমানের বাতি নিভিয়ে দেওয়া হয়। সেই আলো-আঁধারিতে একজন মহিলা যাত্রী অনুভব করেন পাশের সিটে বসা পুরুষ যাত্রীর তার গায়ের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে! তাকে আপত্তিকরভাবে স্পর্শ করছে ।
অভিযোগকারী বলেছেন যে তিনি এই ঘটনার পর পথমে তাকে কিছু বলি নাই। পুরুষ যাত্রীর হাত সরিয়ে আবার আর্মরেস্ট নামিয়ে ঘুমিয়ে পড়ি। ফের সে তার গায়ে সহযাত্রীর হাত দেখতে পেল। কিন্তু এরপরও কোনো প্রমাণ না থাকায় অভিযোগ করতে পারেননি ওই নারী যাত্রী। এরপরে সে ঘুমের ভান করে থাকে এবং দেখার চেষ্টা করে ওই পুরুষ যাত্রি তার সাথে আসলে কি করে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল পাশের সিটের লোকটার হাত তার শরীরে আবার ঘুরছে। সে তাকে আপত্তিকরভাবে স্পর্শ করছে।
এরপরই ওই মহিলা যাত্রীকে হাতেনাতে ধরে ফেলেন। তিনি চিৎকার করে ফ্লাইট কর্মীদের ডাকেন। ঠিক সেই মুহুর্তে, তিনি তার সিটের উপরের আলো জ্বালালেন। বাকি প্লেনেও আলো জ্বলে। অভিযুক্ত যাত্রী ধরা পড়ার পর ক্ষমা চাইতে শুরু করেন। মহিলা যাত্রীও কাঁদতে শুরু করেন। বিমানটি তখনও মাঝ আকাশে।
এরপর বিমানটি গুয়াহাটিতে নামার পর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এফআইআর দায়ের করার পর অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে ইন্ডিগো এক বিবৃতি দিয়ে গ্রেফতারের ঘোষণা দিয়েছে। মহিলা যাত্রী পরে তাদের সহযোগিতার জন্য সিআইএসএফ, বিমান সংস্থা এবং বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।