চট্রগ্রাম চিড়িয়াখানায় একজোড়া বাঘ দম্পতির চারটি শাবক ছানা হয়েছে। সেই শাবক ছানার প্রত্যেকটিই একই রঙের। এই দম্পতি এর আগে বাংলাদেশের প্রথম সাদা রঙের বাঘের ছানার জন্ম দিয়েছিলেন।
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছে নতুন চারটি শাবক। আর এই চারটি শাবকের রঙই সাদা। রোববার (৩১ জুলাই ) গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, শনিবার বাঘিনী পরীর ঘরে জন্ম নেয় চারটি বাঘ শাবক। এর মধ্যে চারটিই সুস্থ আছে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে। ডা. শাহাদাত হোসেন শুভ আরও বলেন, রাজ-পরী দম্পতির চারটি শাবকই মায়ের দুধ পাচ্ছে। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য ভালো খবর। এর আগে ২০২১ সালের ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছিল নতুন তিন শাবক। এই বাঘ দম্পতির ঘরেই বাংলাদেশে প্রথমবারের মতো সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়।
উল্লেখ্য, রাজ-পরী নামে এক জোড়া বাঘ দম্পতি, যারা বাংলাদেশে সর্বপ্রথম সাদা রঙের শুভ্রা নামের এক শাবক ছানার জন্ম দিয়েছিলেন। সেই রাজপরী এবার একই রঙের চারটি শাবক ছানার জন্ম দিয়েছেন। তারা সবাই এখন মায়ের দুধ খাচ্ছে এবং সবাই পুরোপুরি সুস্থ রয়েছেন।