বর্তমান সময় পর্যন্ত নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে ৭৭ টি দল। দেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে যে, যদি কোনো দলকে নিবন্ধন পেতে হয়, তাহলে নিবন্ধনের যে বিধিমালা ও শর্ত রয়েছে, সেগুলোর অবশ্যই ১০০% শর্ত পূরণ করতে হবে। যদি এই শর্তগুলোর মাত্র একটি শর্তও পূরন করা না হয়, তাহলে নিবন্ধন দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
রোববার (৩০ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ দিনে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর।
তিনি বলেন, কোনো দলের একটি শর্তও পূরণ না হলে নিবন্ধন দেওয়া হবে না। আমরা একটি কমিটি গঠন করবো। তারা চেক করবেন। তারপর আমরা দেখে সিদ্ধান্ত নেব। শর্ত পূরণে এক শতাংশ ঘাটতি থাকলেও কোনো দলই নিবন্ধন পাবে না। এটা সব দলের জন্য প্রযোজ্য।
জামায়াত নেতারা ভিন্ন নামে নিবন্ধনের আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে ইসি। আলমগীর বলেন, যেকোনো দলের ক্ষেত্রে নিবন্ধন পেতে হলে শতভাগ শর্ত পূরণ করতে হবে।
তিনি বলেন, আগামী মে মাসে আমরা নিবন্ধন সম্পন্ন করবো। মে মাসের শেষে যারা রেজিস্ট্রেশন পাবার যোগ্য তারা পাবেন। আর যারা রেজিস্ট্রেশন পাবেন না, তাদের রেজিস্ট্রেশন না হওয়ার কারণ জানিয়ে দেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গত ২৬ মে দলগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়। পরে দুবার সময় বাড়ানো হয়।
এখন পর্যন্ত দেশে নিবন্ধনকৃত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯ টি। নতুনভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করেছে৭৭ রাজনৈতিক দল। দল গুলোর নামেও রয়েছে রংচংয়ে বাহার। যার মধ্যে রয়েছে মুসকিল লীগ, ইত্যাদি পার্টি সহ আরো বেশ কিছু ভিন্ন নামের রাজনৈতিক দল।