Thursday , December 26 2024
Breaking News
Home / Countrywide / রাজনীতিতে নতুন মোড়, তৃ. বিএনপির মনোনয়ন নিলেন ১৪ জন

রাজনীতিতে নতুন মোড়, তৃ. বিএনপির মনোনয়ন নিলেন ১৪ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনে সদ্য নিবন্ধিত দল তৃণমূল বিএনপি। আজ শনিবার রাজধানীর মেহেরবা প্লাজার তোপখানায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ জন উপস্থিত হয়ে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন।

দলটির ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ দেশের একটি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা হলেন আলহাজ্ব মো. শরীফুজ্জামান খান (টাংগাইল সদর ৫), মাহবুবুর রহমান খান (টাংগাইল-২), শহীদুল ইসলাম (টাংগাইল-৪), আসলাম আল মেহেদী (সাতক্ষীরা-৪), চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (গাজীপুর-১), আবদুল মোতালিব (বগুড়া-৩), আবদুল খালেক সরকার (কুষ্টিয়া-১), মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান (খুলনা-৪), মো. মোফাজ্জল হোসেন (দিনাজপুর-৬), কে এ জাহাঙ্গীর মাজমাদার (ঝিনাইদহ-১ ), মো. মজনু মিয়া (নাটোর-২), ফারুক হোসেন (শেরপুর-১), এস এম আকাশ (ঢাকা-৮) ও লায়ন আফরোজ বেগম হ্যাপী (ঢাকা-১৭)।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে প্রথম মনোনয়নপত্র ক্রয় করেন মেজর (অব.) ড. শেখ হাবিবুর রহমান। তিনি জাতীয় সংসদের খুলনা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। পে-অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

About bisso Jit

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *