ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীর খাবারে বিষ মেশানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ওইদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই ছাত্রের মুখ থেকে ফেনা বেরহচ্ছে। আরেক যুবক তাকে রিকশায় তুলে নিয়ে যাচ্ছে। পথে মুগদার আশ-শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিকশা থামিয়ে জিজ্ঞেস করে, ‘কি হয়েছে?’
উত্তরে ওই যুবক বলেন, ‘সে রাস্তায় ট্রাফিক ডিউটি করছিল। অপরিচিত একজন তাকে বিরিয়ানি দিল। সেই বিরিয়ানিতে বিষ ছিল।
এরপর ওই যুবক বিরিয়ানির প্যাকেটটিও দেখান। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।
একই ভিডিও বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করা হয়েছে। সেই পোস্টগুলিতে, নেটিজেনরা অপরিচিতদের দেওয়া খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে কারা ওই ছাত্রকে বিষ মেশানো খাবার দিয়েছে তা জানা যায়নি। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।