দর্শকদের উপর মেজাজ হারিয়ে ফুটবল খেলার ট্রফি ভেঙে বেশ আলোচনায় এসেছেন বান্দরবানের আলীকদম উপজেলার ইউএনও মেহেরুবা ইসলাম। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হতে দেখা যায়। আর এরপরেই সংবাদ মাধ্যমের শিরোনাম হন তিনি।
এলাকাবাসী জানায়, শুক্রবার আলীকদম উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজ আয়োজিত জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল দলের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহেরুবা ইসলাম। খেলার সমাপনী বক্তৃতার সময় আচমকা রাগে সবার সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি।
জানতে চাইলে ইউএনও মেহেরুবা ইসলাম গণমাধ্যমকে বলেন, টাইব্রেকারে গোল নিয়ে একপক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরে দলটি ট্রফিটি ভাঙতে বলে। তাই ভেঙে ফেলা হয়েছে।
এদিক এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সঙ্গাবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, টাইব্রেকার নিয়ে নানা গুঞ্জনের একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন ইউএনও মেহেরুবা ইসলাম। আর এরপরই সবার সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি।