সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তার মালিকানাধীন গানবাংলা চ্যানেলের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাপসের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ, যার শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। তাপসের গ্রেফতারের পর আলোচনায় এসেছে তার ‘কালোঘর স্টুডিও’র নাম। গানবাংলা ভবনে থাকা এই বিশেষ স্টুডিওটি কালো কাঁচে আচ্ছাদিত থাকত, যার জন্যই এটি পরিচিতি পায় ‘কালোঘর স্টুডিও’ নামে।
গানবাংলা বিনোদন চ্যানেলের প্রতিষ্ঠাতা আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রীর কাছ থেকে ২০১২ সালে তাপস ও তার সহধর্মিণী ফারজানা আরমান মুন্নী দুটি শেয়ার কিনে পরিচালক হন। অভিযোগ রয়েছে, তৎকালীন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারির সহযোগিতায় রবিকে সাজানো মামলায় ফাঁসিয়ে তাপস চ্যানেলটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর থেকেই চ্যানেলের আড়ালে চলত বিভিন্ন অপকর্ম। দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে আসা, ইউক্রেন ও ফিলিপাইন থেকে নারী শিল্পীদের এনে বিভিন্ন অভিজাত হোটেলে সরবরাহ করা ছিল তার আয়ের উৎস।
কালোঘর স্টুডিও:
গানবাংলা ভবনে এই বিশেষ স্টুডিওতে প্রতি রাতেই বসত ভিন্নধর্মী আসর, যেখানে দেশি-বিদেশি মডেল, নায়িকা ও তরুণীরা থাকতেন। সেখানে মদ ও সিসা সেবনের পাশাপাশি ধনী ব্যক্তিরা বিশেষ মেলামেশার সুযোগ পেতেন। তাপস সেই বিশেষ সময়গুলো ভিডিও করে রাখতেন, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহার হতো বলে অভিযোগ পাওয়া গেছে।