Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না: মইনুল আহসান নোবেল

রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না: মইনুল আহসান নোবেল

বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত সমালোচিত কন্ঠশিল্পি মইনুল আহসান নোবেল, দুই বাংলার জনপ্রিয় এ গায়ক তার কন্টের জাদুতে মাতিয়ে রেখেছেন তার ভক্ত অনুরাগীদের মন। তিনি মুলত ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ থেকে ব্যপক পরিচিত হন।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় নাম আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে মুখ খুলেছেন নোবেল। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিতর্কে পড়েন আশরাফুল আলম। এ জন্য তাকে আইনি ঝামেলায় পড়তে হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট তাকে ডেকে ‘বিকৃত’ সুরে গান না গাইতে বলে। এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অভিমত ব্যক্ত করেছেন মইনুল আহসান নোবেল। শুক্রবার (২৯ জুলাই) এক ফেসবুক পোস্টে নোবেল লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল আর নবী বা দেবতা নন যে তাদের গান প্যারোডি করে গাওয়া যাবে না! রবীন্দ্রনাথ এদেশের কবিদের যে মূল্যায়ন করেননি, তার চেয়ে বেশি এদেশে চর্চা হয় রবীন্দ্রনাথের জন্য। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান খুবই সামান্য, সেহেতু অস্তিত্বহীন না হলেও এদেশে কেউ যদি তার গান প্যারোডি আকারে গাইতেন তাহলে রবীন্দ্রনাথের জন্য মঙ্গল।

অন্য একটি পোস্টে নোবেল দাবি করেছেন যে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন’।

উল্লেখ্য, গানের জগতের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে নোবেলকে, বিভিন্ন আপত্তিকর মন্তব্যের কারনে তাকে আওনেক সময় আইনের ঝামেলায়ও পড়তে হয়েছে।

About Rasel Khalifa

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *