শেষ হয়ে গেল রংপুর সিটি করপোরেশন নির্বাচন, আর এই নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি বেশিরভাগ এলাকায় বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। এদিকে ক্ষমতাসীন দল আ.লীগের নৌকা প্রতীক ভোট তুলনায় চতুর্থ অবস্থানে রয়েছে। তবে ঠিক কী কারনে আ.লীগের প্রার্থীদের এমন পরাজয় ঘটেছে সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে নৌকার প্রার্থীর পরাজয়ের কারণ জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান। রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে থাকায় নৌকার পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রংপুর সিটি নির্বাচন নিয়ে কিছু বলার নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে হারজিত থাকবেই।
বৃহস্পতিবার লোকায়ণ জীববৈচিত্র্য জাদুঘরে লিবারেশন গ্যালারির উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
লোকায়ণ জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে তিনি বলেন, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থান থেকে শহীদ হয়েছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।
প্রকৃতপক্ষে, ক্ষমতাসীন দলের পরাজয়ের কারন হিসেবে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান যথার্থই বলেছেন। কারন রংপুরে সবসময় জাতীয় পার্টির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। রংপুর জাতীয় পার্টির এলাকা হিসেবে অনেক আগে থেকেই পরিচিতি পেয়েছে।