সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল অর্থাৎ ২২ নভেম্বর সৌদি আরবের সাথে ম্যাচটিতে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়। বিশ্বকাপ ফুটবলে অপেক্ষাকৃত দুর্বল টিম হিসেবেই বিবেচিত হয়ে থাকে সৌদি আর সেই সৌদি আরবের সাথে হেরে গিয়ে আর্জেন্টিনার নক-আউট পর্বে যাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে গেল। তবে আর্জেন্টিনা মোট ৪ টি বল গোলে ঢুকালেও অফসাইডের কারণে ৩ টি গোল কার্যকর হয়নি যার কারণে দলটির মনোবল ভেঙ্গে যায়, বলে মনে করছেন অনেকে।
বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে হলে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে লিওনেল মেসিকে। এর ব্যতিক্রম হলে নকআউট পর্বের আগেই বিদায় নিতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
কাতারে বিশ্বকাপের তৃতীয় দিনে মঙ্গলবার তৃতীয় দিনেই অঘটন ঘটায় সৌদি আরব। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে, যারা ২০১৯ সাল থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল।
ম্যাচের মাত্র ১০মিনিটে আর্জেন্টিনা একটি গোল করার পর দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিট পর্যন্ত দুই গোলে আর্জেন্টিনাকে পরাজয়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয় সৌদি আরব। ৪৮ ও ৫২ মিনিটে পরপর দুই গোল খাওয়ার পর চাপে পড়ে আর্জেন্টিনা, শেষ পর্যন্ত ম্যাচ ফিরাতে পারেনি দলটি। যে কারণে হার মেনে মাঠ ছাড়তে হয় মেসিকে।
মেসি যদি নকআউট পর্বে যেতে চান-
প্রথম: পরের দুই ম্যাচে পোল্যান্ড ও মেক্সিকোকে বড় ব্যবধানে হারতে হবে। সেক্ষেত্রে কোনো কোনো অঙ্ক, যোগ-বিয়োগ ছাড়াই শেষ ষোলোতে উঠবে আর্জেন্টিনা।
দ্বিতীয়ত, মেক্সিকো ও পোল্যান্ড উভয়েই সৌদির বিপক্ষে জিতলে আর্জেন্টিনার জন্য লড়াইটা কঠিন হবে। সেক্ষেত্রে, তাদের বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতে গোল ব্যবধানে বাকিদের থেকে এগিয়ে যেতে হবে এবং প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, গোল পার্থক্য বিচার্য হবে, তবে হেড টু হেড ফলাফল দিয়ে হবে না, এই বিষয়গুলো প্রি-কোয়ার্টার ফাইনালের জন্য বিবেচিত হবে। তাই প্রথম ম্যাচে আর্জেন্টিনা হারলেও গ্রুপের শীর্ষ থেকে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সৌদি আরব গ্রুপের বাকি দুই ম্যাচ না জিতলে এবং বাকি দুই ম্যাচে সৌদি আরবের চেয়ে বেশি গোল ব্যবধানে জিতলে আর্জেন্টিনার জন্য সেটা ইতিবাচক হবে।
প্রসংগত, খেলায় সৌদি আরব জয়লাভ করলেও অনেকেই আর্জেন্টিনার চারটি বল গোলে ঢুকানোর বিষয়টিকে বিবেচনা হিসেবে দেখছে। এখানেই আর্জেন্টিনার পক্ষে একটি মনোবল হয়ে কাজ করছে। তবে আর্জেন্টিনার এই ধরনের হারকে তেমন আমলে নিচ্ছেন না। এদিকে মেসি জানিয়েছেন, এটাই শেষ নয়, সমানো ভালো কিছু দেখাতে পারবে।