বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে আগের দুই শর্তে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়। এ বিষয়ে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, আগের শর্তে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দেওয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তাকে দেশেই চিকিৎসা নিতে হবে।
নির্বাহী আদেশে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আটবার বাড়ানো হচ্ছে।