নির্বাচনকে সামনে রেখে আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটছে সরকার।তারা আবারও নতুন কৌশল নিয়েছে বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফাঁয়দা লুটার।রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারসহ নানা নি/র্যাতন করছে সরকার।শুধু তাই নয় বিএনপি ছাড়াই আবারও ১৪ সালের মতো নির্বাচন করতে মরিয়া হয়ে ওঠেছে সরকার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বিরল ব্যতিক্রম ছাড়া, ঢাকার মিডিল ক্লাস ১৯৭১ এ লড়াই করেনি। যেই লড়াই করেছে সেটাকে লড়াই বলা চলে না। বোমা ফাটানো, চোরাগুপ্তা হামলা চালানো এইযা। ১৯৯০ এ ঢাকার মিডিল ক্লাস নামে নাই। গত ২৮ শে অক্টোবর পল্টনের স্থানীয় যুবকেরা নেমে আসলে, বাড়ি গুলোর দরজা খুলে বিএনপি কর্মীদের আশ্রয় দিলে ইতিহাস অন্যরকম হতো।
এরা নামে ১৬ ই ডিসেম্বর। আত্মসমর্পণের দলিল সাক্ষরের পরে। লড়াই করে দরিদ্ররা, নিম্ন-মধ্যবিত্তরা। এরা কোন পিছুটান ছাড়াই জান লড়িয়ে দেয়। মিডিল ক্লাসের পার্টিসিপেশন মুলত থাকে বয়ান তৈরিতে।
এন্টি হাসিনা লড়াই দরিদ্র আর নিম্ন-বিত্তের লড়াই। এই লড়াইয়ের বয়ানও তাদের তৈরি। এই লড়াইয়ে শুধু হাসিনাই জয় বাংলা হবেনা। মিডিল ক্লাসের কালচারাল হেজিমনিও জয় বাংলা হবে। হাসিনা পরবর্তী বাংলাদেশ হবে গরীবের বাংলাদেশ, দরিদ্র বান্ধব বাংলাদেশ।