বাংলাদেশের সাবেক একজন সেনা কর্মকর্তা রেজা উল করিম। একটা সময়ে তিনি দেশের হয়ে কাজ করেছেন অনেক। তবে তার বর্তমান সময়টা যাচ্ছে না ভালো। ভুগছেন অসুস্থতায়। সম্প্রতি এ নিয়ে তিনি দিয়েছেন একটি স্ট্যাটাস। আর এই স্ট্যাটাস এখন বেশ ভাইরাল। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:-
যে রোগে বাবা মারা গেলেন সেই রোগেই আমি ভুগছি——-
আব্বার সাথে আমার অনেকগুলো জায়গায় স্বাদৃশ্য আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দৈহিক সমস্যাগুলো!
শৈশবকাল থেকেই আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম—“আল্লাহ তুমি আমার বাবার সকল ভালো বৈশিষ্ট্য ও গুনাবলীগুলো আমাকে দিও এবং খারাপদিকগুলো থেকে দুরে রাইখো”—-
তাই মনে করি আমার অসুস্হতাও আল্লাহর রহমত ও নেয়ামত!
আল্লাহ আমার বাবাকে ভালো রাখুন।
প্রসঙ্গত, পড়াশুনা শেষ করেই রেজাউল করিম যোগদান করেন বাংলাদেশ সেনাবাহিনীতে। আর সেই থেকেই দেশের হয়ে কাজ করে যাওয়া তার। একটা সময়ে দেশের প্রতিনিধি হিসেবে করেছেন অনেক মিশন। সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি পাওয়া যায় সব সময়।