সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের একটি গ্রূপের আমন্ত্রণে এসেছিলেন তিনি। আর তাকে সেই অনুষ্ঠানে এক নজর দেখতে বাংলাদেশের মানুষকে খরচ করতে হয়েছে হাজার হাজার টাকা। কিন্তু লাভ হয়নি বিশেষ। কারন নোরা ফাতেহি নাচের জন্য বিখ্যাত। কিন্তু বাংলাদেশে এসে কোমর দোলাননি তিনি। আর এই কারনে অনুষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করে টিকেট কেটে এসে এক প্রকার ধরা খেয়েছেন তারা।
এ নিয়েই এবার একটি ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
যে জাতি এই দুঃসময়ে হাজার হাজার টাকা দিয়ে উদরীনৃত্য দেখার আশায় গিয়ে ধরা খায়; তাদের কপালে দুর্ভিক্ষ ছাড়া কি আছে। এ তো রূচির দুর্ভিক্ষ। শিক্ষার দুর্ভিক্ষ।
প্রসঙ্গত, ঢাকা থেকে ভারতে ফিরে গেছেন নোরা ফাতেহি। তবে বাংলাদেশের এই দুঃসময়ে তার এই আগমন নিয়ে হয়েছে বেশ সমালোচনা। অনেকেই এটাকে দেখছেন নেতিবাচক হিসেবে।