বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি পণ্যের শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো চিনি, ভোজ্যতেল, খেজুর ও চাল।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, দুটি পণ্যের দাম নির্ধারণের এখতিয়ার আমাদের রয়েছে। একটি চিনি, অন্যটি ভোজ্য তেল। আর চাল খাদ্য অধিদপ্তরের। চালের বাজার, মজুদ ও বাজারজাতকরণের দায়িত্ব খাদ্য অধিদপ্তরের। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এটি কার্যকর হলে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
তিনি বলেন, কৃষি বাজারের দায়িত্ব কৃষি বিপণন অধিদপ্তরের। ওয়েবসাইটের মাধ্যমে তারা প্রতিদিন কিছু কৃষি পণ্যের উৎপাদন খরচ, খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য এবং ঢাকা শহরের পাইকারি বাজার মূল্য প্রকাশ করে থাকে। আমরা এখন তিন মন্ত্রণালয়ের সঙ্গে বসব এবং বাজারের বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে কাজ শুরু করব।