খুলনার পাইকগাছায় গৃহবধূর চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে ধর্ষণ ও ছিনতাই ঘটনার মূল হোতা এনামুল জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐ গৃহবধূর ঘুম ভেঙে গেছে ভেবে চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দেন এনামুল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারের পর এনামুলের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সে উপজেলার গদাইপুর এলাকার বাসিন্দা একরামুল জোয়াদ্দারের ছেলে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপার সুশান্ত সরকার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার এনামুলের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, গৃহবধূর ঘুম ভেঙে গেছে মনে করে প্রথমে হাত দিয়ে মুখ চেপে ধরেন। পরে পকেটে থাকা সুপার গ্লু ভিকটিমের চোখে এবং মুখে লাগিয়ে দেন।
এনামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের কাছ থেকে একটি চুরি করা মোবাইল ফোন এবং পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মালটিয়া গ্রামের দীপক হালদারের ছেলে স্বর্ণকার সুমন হালদারের কাছ থেকে চুরি করা সোনার কানের দুল উদ্ধার করা হয়। এর আগে ওই মামলায় ছামাদ সরদার নামে এক ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।