নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে ৬ বছরের শিশু মুনতাহার মরদেহ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার সাবেক গৃহশিক্ষিকা, শিক্ষিকার মা ও নানির বিরুদ্ধে।
রোববার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার মরদেহ মাটি থেকে তুলে পুকুরে ফেলার চেষ্টা করার সময় স্থানীয়রা আলিফজান বিবিকে হাতেনাতে ধরে ফেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার হত্যাকাণ্ডে প্রতিবেশী মর্জিয়া আক্তার ও তার মা আলিফজান সরাসরি জড়িত। প্রাথমিক তদন্তে জানা যায়, নিখোঁজের দিনই মুনতাহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল এবং মরদেহ বাড়ির পাশের কাদামাটিতে পুঁতে রাখা হয়। রোববার ভোরে আলিফজান মরদেহ সরানোর চেষ্টা করলে স্থানীয়রা তা দেখে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মুনতাহার মরদেহ উদ্ধার করে এবং মর্জিয়া, তার মা ও নানিকে আটক করে। আলিফজান বেগম পেশায় ভিক্ষুক ছিলেন। তবে হত্যা করার কারণ এখনো নিশ্চিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুনতাহার নিখোঁজের পর ছবি শেয়ার করে অনেকে তার সন্ধান চেয়েছিলেন, যার মধ্যে ছিলেন শোবিজের অনেক তারকাও। তার মৃত্যুর খবর শুনে সবাই হতবাক। অনেকেই মুনতাহার ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন।
মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ মুনতাহার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “সকাল সকাল কাঁদলাম। আল্লাহ্ তুমি দুনিয়াতেই তার বিচার করো যে এই ফেরেশতার জীবন কেড়ে নিয়েছে, তার যেন কবর না হয়।”
উল্লেখ্য, রোববার (৩ নভেম্বর) সকালে মুনতাহা তার বাবার সঙ্গে স্থানীয় এক ওয়াজ মাহফিলে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পর সে আশপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে গিয়েছিল, কিন্তু বিকেল ৩টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।