জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করে সাজা দেওয়া হচ্ছে, সেভাবে গেজেট করে স্কুল-কলেজগুলোকে কারাগারে পরিণত করতে হবে।’
রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপিপন্থী এই আইনজীবী এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে যেসব মামলা ঝুলে আছে, নির্বাচন ঘনিয়ে আসলেই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও সাজা দেয়া হচ্ছে। সরকার হয়তো ভাবছে সাজা দিলে আন্দোলন থেমে যাবে। কিন্তু তারা কতজন থামবে? ৩০০ -৪০০ -৫০০ । কোটি মানুষের শাস্তির বিধান নেই।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, শাস্তি কোথায় দেবেন? কারাগারে ৪৩ ,০০০ টি জায়গা ছিল। সেখানে এখন এক লাখের বেশি বন্দি রয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলে তাতে কিছু আসে যায় না। এটা তাদের ভোট চুরির নীলনকশা ছাড়া আর কিছুই নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।