Thursday , December 26 2024
Breaking News
Home / opinion / যু”দ্ধ বাঁধানোর ধান্দা করছে আমেরিকা: রনি (ভিডিও)

যু”দ্ধ বাঁধানোর ধান্দা করছে আমেরিকা: রনি (ভিডিও)

জোর করে ক্ষমতা ধরে রাখতে আবারও পাতানো নির্বাচন করেছে আওয়ামীলীগ।যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে কিন্তু বাস্তবে সাথে তার কোনো ধরনের মিল নেই। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য এই সরকারকে যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আসলেও এখন ভিন্ন পথে যাওয়া ইঙ্গিত পাওয়া যাচ্ছে।তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে স্পষ্ট করেছে যুুক্তরাষ্ট্র। বিষয়টি ‍নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

যুদ্ধ বাঁধানোর ধান্দা করছে আমেরিকা ! নির্লজ্জের মতো পছন্দের লোকদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে !

প্রসঙ্গত, আওয়ামীলীগ আবারও প্রমাণ করল জনগণের ভোট ছাড়া জোর ক্ষমতায় দখল করা যায়।ক্ষমতায় থাকতে তাদের জনগণের ভোট লাগে না।

https://www.facebook.com/golammaularonymp/posts/pfbid02zzXRgMuBdjQtW9Eq3LdAhTzYfumUGQc8DDvZdNV8vk6dfUuARrsUHtUVkaUdrTJXl

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *