আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছে বা চেয়েছিল তা পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরও এ বিষয়ে নীরব রয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখের জোর কমে গেছে, কিন্তু মুখে বিষটা রয়ে গেছে।
মার্কিন প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে তিনি বলেন, মূলত এবার সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছে মার্কিন প্রতিনিধি দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু যারা বন্ধুর বদলে প্রভু হতে চায় তাদের গোলামি আমরা মানি না।
বাংলাদেশের ঋণখেলাপি হওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে দাম বেড়েছে বলেই মানুষ বুঝে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকারের কোনো দোষ নেই। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।