বিপুল পরিমাণ জ্বালানি তেলের ৪টি রাশিয়ান জাহাজ যুক্তরাস্ট্রের দিকে রওয়ানা হয়েছে। না এটা রাশিয়ার কোনো কৌশলগত দিক না। যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট, আর এই সংকটকালীন সময়ে যাতে যুক্তরাস্ট্র তার তেল ঘাটতি কিছুটা মেটাতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে যেটা গত ৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং এই ঘাটতির কারনে সেখানে তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। খবর ব্লুমবার্গের।
এনার্জি কার্গো ট্র্যাকিং এজেন্সি ভোরটেক্সার বরাত দিয়ে যুক্তরাস্ট্রের অন্যতম সংবাদমাধ্যম ব্লুমবার্গের মতে, ২ মিলিয়ন ব্যারেল ডিজেল বহনকারী চারটি রাশিয়ান তেল ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে রওনা হয়েছে। আগামী সপ্তাহে নিউইয়র্ক, নিউ হ্যাভেন এবং কানেকটিকাটে এই তেল নিয়ে পৌঁছাবে।
হিউস্টোনের ভোরটেক্সার ব্যবস্থাপনা পরিচালক ক্লে সেইগেল বলেন, ইউরোপের অন্য যে কোনো শোধনাগারের চেয়ে রাশিয়া সস্তায় তেল সরবরাহ করতে পারবে। কারণ রাশিয়া যতটা স্বল্পমূল্যের গ্যাস ব্যবহার করে তেল শোধন করে ইউরোপের কোনো দেশে সেই সুযোগ নেই।
তিনি বলেন, আমেরিকার পূর্ব উপকূলের দিকে যে তেল আসছে তা অনেকটা দুর্লভ ব্যাপার।
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এলাকা দিয়ে দেশটিতে সবচেয়ে বেশি পরিমান তেল আমদানি হয়ে থাকে, কিন্তু সেখানে তেলের যে মজুদ বর্তমান সময়ে রয়েছে সেটা ২০১৭ সালের পর হতে সর্বচেয়ে কম পর্যায়ে রয়েছে। গত নয় মাসের মধ্যে গত অক্টোবর মাসে ইউরোপ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তেল আমদানি করা হয়ে থাকে সেটার পরিমান সবচেয়ে কম।
বিশ্বব্যাপী চলমান সংক্র’মন পরিস্থিতি হ্রাস পাওয়ায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে।