বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর স্যাংশান ও ভিসানীতি সীমাবদ্ধ করার জন্য নানা রকম চাপে রয়েছে সরকার। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সরকার নানামূখী চাপে রয়েছে। তবে যুক্তরাষ্টের ভিসা নিষেধাজ্ঞাকে অনেকে কিছুটা ইতিবাচক ভাবে দেখছেন যার মধ্যে একজন হলেন সমালোচক সুলতান মির্জা। তিনি এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
যুক্তরাষ্টের ভিসা নিষেধাজ্ঞা, এক হিসেবে ভালোই হয়েছে, এতে করে বাংলাদেশের এলিট শ্রেনীর রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট কে নিরাপদ সেকেন্ড হোম বানানোর প্রক্রিয়ায় লাঘাম টানা যাবে। সেইম কাজটা যদি যুক্তরাজ্য করে তাহলে আরো ভালো হবে, কারন তথাকথিত মানবাধিকারের চর্চায় এই গ্রহের সকল দেশের পালাতক শীর্ষ অপরাধী স্মাগলার সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় ও বিনিয়োগের নিরাপদ স্থান হিসেবে বলা হয় যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য কে। যৌথভাবে নিউইয়র্ক ও লন্ডন হচ্ছে অপরাধীদের রাজধানী।