আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় বিএনপি নেতাদের মুক্তির উদ্যোগ নিতো। সোমবার (১৮ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর আগরতলা মামলার উদাহরণ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলা ছেড়ে দেওয়া যায়। বঙ্গবন্ধুর ফাঁসি হয়েছিল, সেই মামলা থেকে একদিনে মুক্তি পাননি? প্রশ্ন রাখেন তিনি। আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। আর তারা (বিএনপি) বরাবরই নির্বাচন বানচাল করতে চেয়েছে।
তাই যা বলেছি, কোন ভুল বলি নাই, যা বলছি সব ঠিকই বলেছি। তবে বক্তব্যের সবটুকু তো প্রচার হয় নাই। আমরা সব সময় চেয়েছি বিএনপিসহ সব দল নির্বাচনে আসুক। কিন্তু সংবিধানের বাইরে কিছু করার নেই’, যোগ করেন কৃষিমন্ত্রী।