Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, আমি দেখে নেব উনি কীভাবে রাজনীতি করেন: রাঙ্গা

যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, আমি দেখে নেব উনি কীভাবে রাজনীতি করেন: রাঙ্গা

এবার আলোচনায় এসেছে জাতীয় পার্টি।জাতীয় পার্টির দুই নেতার মধ্যে দেখা দিয়েছে দলীয় কোন্দ্রল। সম্প্রতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেয়ার হুমকি দিয়েছেন দলের সভাপতিমণ্ডলী থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা।

দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি অসাংবিধানিক ও অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জিএম কাদের আমাকে বিনা নোটিশে সাময়িক বরখাস্ত করে স্বেচ্ছাচারিতা করেছেন।

রাঙ্গা বলেন, জিএম কাদের দলের গঠনতন্ত্র মানেন না। আপনি যা চান তাই করছেন। দলের প্রেসিডিয়াম সদস্য এবং বিরোধী দলের চিফ হুইপ হিসেবে এসব অপকর্মের ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে। সংসদে বিরোধী দলের নেতাকে অপসারণে কোনো এজেন্ডা ছাড়াই জাপা চেয়ারম্যান জিএম কাদেরের অসাংবিধানিক কর্মকাণ্ডের কথা বলেছি। এ বিষয়ে আমি আমার মতামত প্রকাশ করেছি। এটা বলার অধিকার আমার আছে।

তিনি বলেন, দলের সভাপতিমণ্ডলীর কোনো সম্মতি ও নোটিশ ছাড়াই জিএম কাদের আমাকে সাময়িক বরখাস্ত করেছেন। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে (জিএম কাদের) বহুবার দল থেকে বহিষ্কার করেছেন।

রাঙ্গা বলেন, কোনো কারণ ছাড়াই আমাকে দল থেকে বহিষ্কার করায় দলের নেতারা ক্ষুব্ধ। জিএম কাদেরের এখন রংপুর যাওয়া কঠিন হয়ে পড়বে। নেতাকর্মীরা তাকে রংপুরে ঢুকতে দেবে না। লালমনিরহাট যেতে হলে হেলিকপ্টারে যেতে হবে। কয়েকদিন পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

জানা গেছে, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বেগম রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা পদে বসাতে জাপা চেয়ারম্যানকে পাঠানো চিঠি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জিএম কাদেরের সমালোচনা করেন। ফলে বুধবার বিকেলে জাপা চেয়ারম্যান রাঙ্গাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই জাতীয় পার্টির রাজনীতিতে নানা ধরনের সমস্যা চলে আসছে।আর এই সমস্যার মুলে বার বার একটি নামই আসছে আর তা হলো জিএম কাদের। আর এই কারণেই এবার তার বিরুদ্ধে ক্ষেপেছেন রাঙা। তাদের দুইজনের কোন্দ্রল দেখে মনে হচ্ছে এই জল গড়াবে অনেক দূর।

About Rasel Khalifa

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *