ঢাকা বিশ্ববিদ্যালয়ের( University Dhaka ) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল গতকাল( Yesterday ) তাঁর নিজস্ব ফেসবুক পেজে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক ডা. জাফরুল্লাহ এর প্রস্তাবনা অনুযায়ী কাজি হাবিবুল আউয়ালকে( Habibul Awal ) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে দেওয়া একটি স্ট্যাটাসে বলেন ‘যারা ভাবেন ডা: জাফরুল্লাহের( Jafrullah ) প্রস্তাব মতো জনাব হাবিবুল আউয়ালকে( Habibul Awal ) সিইসি বানানো হয়েছে তারা পাগলা গারদে ভর্তি হন।’
স্ট্যাটাসে তিনি আরও জানান, ডা. জাফরুল্লাহর প্রস্তাবিত তালিকায় নবনির্বাচিত সিইসি কাজি হাবিবুল আউয়ালের( Kazi Habibul Awal ) নাম থাকলেও উনি ছিলেন সবচেয়ে নিম্ন পছন্দনীয় ব্যক্তিদের একজন। এছাড়াও তরিকত ফেডারেশনও তাদের প্রস্তাবনায় প্রধান নির্বাচন কমিশনারের নাম রাখলেও সেটাও তাদের উইশলিস্টের শুরুতে ছিলো না। এছাড়াও তিনি তরিকত ফেডারেশনের( Tarikat Federation ) উইশলিস্ট প্রকৃতপক্ষে কারা তৈরী করেছেন সে সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন।
পাঠকের সুবিধার্থে ড. আসিফ নজরুলের( Asif Nazrul ) ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো –
‘যারা ভাবেন ডা: জাফরুল্লাহের( Jafrullah ) প্রস্তাব মতো জনাব হাবিবুল আউয়ালকে( Habibul Awal ) সিইসি বানানো হয়েছে তারা পাগলা গারদে ভর্তি হন। তিনি ছিলেন জাফরুল্লাহ ভাইয়ের ‘উইশফুল’ লিষ্টের সবচেয়ে শেষে, আর তরিকতের সুচিন্তিত লিষ্টের সবচেয়ে শেষে। সুচিন্তিত লিষ্টটা অবশ্য কার বানানো তা জানিনা।’