সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই দল ছেড়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বা সরকার অনেককে নির্বাচনে অংশ নিতে বাধ্য করছে। এতে সরকারের উদ্দেশ্য হাসিল হবে না; একইভাবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা আমের খোসা দুটোই হারাতে পারেন।
সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক ও নির্বাচনী টালমাটাল বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।
সাখাওয়াত হোসেন বলেন, গত দুই নির্বাচনে যে কথাগুলো সাধারণ মানুষ বলেনি, আজ সে কথাগুলো সাধারণ মানুষ বলেছে। আমি ঘর থেকে বের হতে পারব না। যেখানেই যাই, লোকে বলে, স্যার, ভোট দিতে পারিনি। এখন কি হবে? আমি একটাই উত্তর দেই যে আল্লাহ আল্লাহ করুন। এছাড়া আমার কাছে আর কোন উত্তর নেই।
তিনি বলেন, এখন মানুষ সচেতন হয়েছে। কাউকে সতর্ক করার দরকার নেই। ভোটারদের যথেষ্ট জানানো হয়েছে, আর জানানোর দরকার নেই। সরকার হয়তো ভাবছে গত দুই নির্বাচনে জনগণ মেনে নিয়েছে, এবারও মেনে নিতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জনগণ এবার ছাড় দেবে না।